শিশু পাচারকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলে আটককৃত শিশু পাচারকারী রানা ভদ্র ও তার মা স্বপ্না ভদ্রসহ নেপথ্যের গডফাদারদের শাস্তি এবং ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বৃহত্তর আকুর টাকুর পাড়া ও সচেতন নাগরিকবৃন্দ। বুধবার টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের পরিচালক আসাদুজ্জামান মনি আরজু, এলাকাবাসীর পক্ষে মেজর (অব.) রেজাউল করিম, রানা সিদ্দিকী ও পৌর কাউন্সিলর হাফিজুর রহমান স্বপন।
এ সময় বক্তারা অবিলম্বে শিশু পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে তারা জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি দেন।
উল্লেখ্য, গত সোমবার রাতে টাঙ্গাইল শহরের তালতলা এলাকায় একটি তিনতলা ভবনের নীচতলা থেকে শিশু পাচারকারী সন্দেহে রানা ভদ্র ও তার মা স্বপ্না ভদ্রকে গ্রেফতার ও ৫ শিশুকে উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত শিশুরা হলো- শ্যামা (১২), সংগীতা (১১), কাজল (১০), কৃষাণ (৪) এবং অনল (৪)।