• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মানিকগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ১৯:২৩
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট

মানিকগঞ্জের সিংগাইরে এক মাদক ব্যবসায়ীকে কারাদণ্ডের রায় প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা গ্রামের জাবেদ আলীর পুত্র মজিবর রহমান (২৬) ।

বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজিবর কে আটক করা হয় । এসময় তার নিকট থেকে ৪৮ পিচ ইয়াবাও জব্দ করা হয়।

পরে বুধবার বিকেলে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. যুবায়ের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

সর্বাধিক পঠিত