• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সিরাজগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ১৬:৫৭
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট

সিরাজগঞ্জের তাড়াশে শাহনাজ পারভীন (৪০) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তালম ইউনিয়নের তালম মেলাপাড়া গ্রাম থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাহনাজ পারভীন তালম মেলাপাড়ার গ্রামের আব্দুল মমিনের স্ত্রী ও একই গ্রামের আলহাজ সোনাউল্লার মেয়ে। 

তালম ইউনিয়নের ইউপি সদস্য আবু তালেব জানান, মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন শাহনাজ পারভীন। রাত ১১টার দিকে তার স্বামী বাজার থেকে ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেন। তার কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির আশপাশের লোকজনকে ডেকে এনে ঘরের দরজা ভেঙে ফেলেন। ভেতরে প্রবেশ করে শাহনাজ পারভীনের মৃতদেহ বারান্দায় থাকা খাটের মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে রাতেই থানায় খবর দেওয়া হয়। 

তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. ফজলে আশিক জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বুধবার সকালে শাহনাজ পারভীনকে হত্যার অভিযোগ এনে তার মা থানায় লিখিত অভিযোগ করেছেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত