• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

যমুনায় ইলিশ ধরার অপরাধে ৭ জেলের জরিমানা

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ১৬:২৬
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট

সিরাজগঞ্জের চৌহালীতে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৭ জেলের জরিমানা এবং ১৬ হাজার মিটার জাল আটক করে তা পুড়িয়ে দিয়েছে।

ইলিশ রক্ষা ট্রাস্কফোর্স কমিটির উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আনিসুর রহমানের নেতৃত্ব মঙ্গলবার রাতভর এই অভিযান পরিচালনা করা হয়। 

আটক জেলেরা হলেন এনায়েতপুর থানার স্থল চরের আব্দুল মালেকের ছেলে শুকুর আলী (২২), ফজলুল হকের ছেলে শফিকুল ইসলাম (৪০), মন্ডল ভোগের ইবাদ আলীর ছেলে সোনাউল্লাহ মিয়া (৫০), বোয়ালকান্দির গোলাম মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক (২০), নুরুল ইসলামের ছেলে আজাদ (২০), টাঙ্গাইলের নাগরপুরের মারমা গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে নাসির উদ্দিন (২৫), খাস শাহাজানীর মৃত হারুন ব্যাপারীর ছেলে বুদ্দু মিয়া (৪৫)।  

বুধবাধ সকালে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়। এরপর উদ্ধার হওয়া ৪ মন ইলিশ সিরাজগঞ্জ জেলা কারাগারে কয়েদীদের জন্য বিতরণ করা হয়। অভিযান চলাকালে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত