• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রতিটি মানুষেরই সঞ্চয় করার অভ্যাস করা উচিত: আরাস্ত খান

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ১৫:৪১ | আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১২:১৯
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট

ইসলামী ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস এর চেয়ারম্যান আরাস্ত খান বলেছেন, প্রতিটি মানুষেরই সঞ্চয় করার অভ্যাস করা উচিত , সেটা যে পরিমাণ হোক না কেন। ইসলামী ব্যাংক মানুষের এত যে আসক্তি তা আগে জানতাম না। টাকা ব্যাংকে থাকলে নিজেকে শক্তিশালী মনে হয়। 

তিনি বুধবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্ধোধন কালে এ কথা বলেন।

এজেন্ট ব্যাংকিং এর ৪র্থ শাখাটি উদ্ধোন উপলক্ষে এক আলোচনা সভা বুধবার দুপুরে দরগ্রাম বাজারে অনুষ্ঠিত হয়। এতে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. আব্দুল হামিদ মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস এর চেয়ারম্যান আরাস্ত খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার আবুল বশর, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মাহবুব আলাম, ঢাকা নর্থ জোনপ্রধান মো. আমিনুর রহমান, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর এএইচএম রফিকুল ইসলাম, ইসলামী ব্যাংক মানিকগঞ্জ শাখার প্রধান মো. ফারুক আল- মামুন,  দরগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন মাষ্টার, সাবেক চেয়ারম্যান মো. আলী নূর বখস রতন, এজেন্ট এসোসিয়েশন ফর সোসাল ডেভেলপমেন্ট ( এএসডি) এর চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মজিদ সহ আরো অনেকে।

সর্বাধিক পঠিত