• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

গোপালগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ১৫:০৪
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট

গোপালগঞ্জ কারাগারে শাহিন মোল্লা নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার খুব ভোরে তিনি মারা যান। ২৫ সেপ্টেম্বর একটি চুরি মামলায় শাহিন মোল্লাকে আদালত জেলহাজতে পাঠায়। তার বাড়ি জেলার মুকসুদপুর উপজেলার কাওয়ালদিয়া গ্রামে। তার বাবার নাম সাত্তার মোল্লা।

গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষক আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে শাহিন মৃগী রোগে ভুগছিল।  তাকে মঙ্গলবার গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নেয়া পরামর্শ দিয়ে শাহিনকে ছেড়ে দেয়। 

আমরা তাকে কারাগারে ফেরত নিয়ে আসি এবং বুধবার শাহিনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর নেয়ার প্রস্তুতি ছিল। কিন্তু বাইরে নেয়ার আগেই বুধবার সকাল সাড়ে ৫টার দিকে শাহিন আবার মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনের কাছে বুঝিয়ে দেয়া হবে।

সর্বাধিক পঠিত