• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বেনাপোলে বিদেশি মদসহ ভুয়া সাংবাদিক আটক

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ১৯:৫৮
বেনাপোল প্রতিনিধি
প্রিন্ট

যশোরের বেনাপোল চেকপোষ্ট থেকে জুয়েল রানা নামে এক ভুয়া সাংবাদিককে ৪টি বিদেশি মদ ও একটি মোটর সাইকেলসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়।

আটক জুয়েল রানা যশোর জেলার মনিরামপুর থানার ঝাপা গ্রামের আলাউদ্দিনের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল ওহাব জানান, আটক জুয়েল রানা বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের মধ্যে ডিউটি ফ্রি শপ থেকে চার বোতল বিদেশি মদ কিনে বের হয়ে মোটর সাইকেলে বাধার সময় তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। সে নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। তার সাংবাদিকতার পরিচয়পত্র দেখাতে বললে সে তা দেখাতে পারেনি। তবে সে নেট ২৪ ডট কমের একজন সাংবাদিক বলে জানায়। আটক জুয়েলকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিজিবি মদসহ একজন আসামিকে থানায় সোপর্দ করেছে। তাকে বিকেলে যশোর আদালতে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত