• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কেরানীগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ১২:১১
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা দক্ষিণ গোয়েন্দা পুলিশের ওসি দীপকচন্দ্র সাহা জানান, উপজেলার ইকুরিয়া বেবিস্ট্যান্ড এলাকা থেকে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের নাম মো. আলাউদ্দিন (৪০) ও পারভিন (৩৮) বলে জানালেও পুলিশ তাদের পরিচয় বলতে পারেনি।

ওসি দীপক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা মাদক বিক্রেতা। তাদের হেফাজত থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

মামলার পর তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

সর্বাধিক পঠিত