• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জুয়ায় ব্যবহৃত জমি বাজেয়াপ্তের কাজ চলছে

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ০০:৫১ | আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ০১:০৯
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় অবৈধ জুয়ায় ব্যবহৃত জমি বাজেয়াপ্তের কাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সোমবার জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই জমির হোল্ডিং বন্ধ করে রাখা হয়েছে। বিষয়টি শুনানির পর্যায়ে আছে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে, গত ৭ সেপ্টেম্বর জমির মালিক হাজী হাসেমের ছেলে আব্দুল গফুর গংদের নোটিশ দেন তিনি। উপজেলার কেওয়া মৌজার ২ নং সিএন্ডবি এলাকায় ৪ দশমিক ৮৪ শতাংশ ওই জমির বর্তমান বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা। ভ্রাম্যমাণ আদালত ১০-১২ বার জুয়ার আসর ভেঙে দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়ার পরও সেখানে জুয়া-হাউজি ও অশ্লীল নৃত্য পরিচালিত হয়। বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৪ ধারামূলে জুয়া ব্যবসায়ীর পাশাপাশি জমির মালিকও সমান অপরাধী হিসেবে গণ্য। আর রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ৯২ (১) (গ) ধারামূলে জমি পতিত রেখে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের সুযোগ দিলে সরকার তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে খাস ঘোষণা করতে পারে। 

জেলা প্রশাসক আরো বলেন, ওই জমি এখন পর্যন্ত রাষ্ট্রের অনুকূলে আছে। জমির খাজনা নেওয়াও বন্ধ রয়েছে। এ ব্যাপারে গাজীপুর আদালতের বিজ্ঞ আইনজীবী আসাদুল্লাহ বাদল বলেন, জেলা প্রশাসকের উদ্যোগ প্রশংসনীয়। জুয়া ব্যবসায়ীদের মধ্যে ভয় ঢুকে গেছে।

সর্বাধিক পঠিত