• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ ২ যুবক আটক

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ২০:২৫
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট

মুন্সীগঞ্জ সদর উপজেলার ইউনিয়নের ফুলতলা গ্রাম থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ২ জনকে  আটক করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় ফুলতলা গ্রামের কাচা রাস্তা থেকে সারওয়ার হোসেন (২৪) সামসুল ইসলাম (২৫) নামের এই দুইজনকে বিদেশি পিস্তল ও মোটর সাইকেলসহ আটক করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার এএসআই ফকরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা কাঁচারাস্তায় মোটর সাইকেলযোগে সামসুল ও সারওয়ার দ্রুত গতিতে যাচ্ছিল, ওই সময় তাদেরকে তল্লাশি করলে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ম্যাগাজিন পাওয়া যায়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানায়, বিদেশি পিস্তল নিয়ে সাইফুল ও সারোয়ার নাশকতার ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করার জন্য মোটর সাইকেলযোগে যাচ্ছিল, তখন পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে।

তিনি বলেন, পিস্তলটি অত্যাধুনিক এবং সম্পূর্ণ সচল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

সর্বাধিক পঠিত