মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ ২ যুবক আটক
মুন্সীগঞ্জ সদর উপজেলার ইউনিয়নের ফুলতলা গ্রাম থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় ফুলতলা গ্রামের কাচা রাস্তা থেকে সারওয়ার হোসেন (২৪) সামসুল ইসলাম (২৫) নামের এই দুইজনকে বিদেশি পিস্তল ও মোটর সাইকেলসহ আটক করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানার এএসআই ফকরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা কাঁচারাস্তায় মোটর সাইকেলযোগে সামসুল ও সারওয়ার দ্রুত গতিতে যাচ্ছিল, ওই সময় তাদেরকে তল্লাশি করলে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ম্যাগাজিন পাওয়া যায়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানায়, বিদেশি পিস্তল নিয়ে সাইফুল ও সারোয়ার নাশকতার ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করার জন্য মোটর সাইকেলযোগে যাচ্ছিল, তখন পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে।
তিনি বলেন, পিস্তলটি অত্যাধুনিক এবং সম্পূর্ণ সচল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।