• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফেনীতে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে পিতার মামলা

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১৯:৪৭
ফেনী প্রতিনিধি
প্রিন্ট

ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আমুভূঞার হাট এলাকার মাদকাসক্ত ও উশৃংখল ছেলে মাঈনুদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন ৮০ বছরের বৃদ্ধ পিতা মাস্টার আবদুর রহমান। তিনি তার ছেলের দ্বারা অপমান অপদস্থ সহ্য করতে না পেরে দাগনভূঞা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও আমলী আদালতে মামলা দায়ের করেছেন। মামলা নং ৯৪/১৭। 

মামলার এজাহার সূত্রে ও বৃদ্ধ আবদুর রহমান জানান, তার বড় ছেলে মাঈনুদ্দিন মাদকাসক্ত এবং উৎশৃংখল। এলাকার কয়েক মাদকাসক্তদের নিয়ে তার নামে জমি লিখে দেবার জন্য প্রায় সময় হামলা করে। এর মধ্যে বহুবার অপমানও করেছে তাকে। সন্ত্রাসীদের সহযোগীতায় প্রায় এক লাখ টাকা মূল্যের কিছু কাঠ ছিনতাই এবং জোর পূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নেয় মাঈনুদ্দিন।

পিতা আবদুর রহমান আরো জানান, অনেক টাকা পুঁজি দিয়ে মাঈনুদ্দিনকে বিদেশ পাঠানো হয়েছিল কিন্তু সে নিজের জন্য অনেক কিছু করলেও পিতা-মাতার ভরণ পোষণ ও চিকিৎসার কোন খোঁজ রাখেনি। যে কারণে ছোট ছেলে কামাল উদ্দিনের আশ্রয় তাদের থাকতে হয়। তিনি কামালকে সেচ্চায় ২৫৫ শতাংশ জমি হেবা অর্পন করেন। এতে মাঈনুদ্দিন আরো ক্ষিপ্ত হয়ে হয়ে উঠে। এবিষয় নিয়ে এলাকায় বহুবার সালিশ-দরবার হলে কামাল ৮৫ শতাংশ জমি তার পিতাকে ফেরত দেন। এতেও মাঈনুদ্দিন শান্ত হয়নি। একপর্যায়ে মাঈনুদ্দিন আমুভূঞার হাটে ছোট ভাই কামাল উদ্দিনের ৬টি দোকান ঘরে জোর পূর্বক বন্ধ করে তালা ঝুলিয়ে দিয়ে বিভিন্ন রকমের হুমকি দিয়ে আসছে।

এ ব্যাপারে বক্তব্য জানতে মাঈনুদ্দিনের মুঠোফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।