• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

খেতুর ধামের মহোৎসবে যাওয়া হলো না জ্বলেশ্বরী রায়ের

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১৮:৪১
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট

সনাতন ধর্মাম্বলীর বৃহত্তম উৎসব গোদাগাড়ীর খেতুর ধামের মহোৎসবে যাওয়া হলো না জ্বলেশ্বরী রায়ের। মহোৎসবে পৌঁছতে আর মাত্র ১০ কিলোমিটার বাকি ঠিক এই সময়ে রাস্তা পারাপারের সময় ঘাতক বাসটি কেড়ে নিল তার প্রাণ।

জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে গোদাগাড়ীর রেলগেট বাইপাস নামক জায়গায় আরএম ট্রাভেলস বাসের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় এই নারীর মৃত্যু হয়। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার আইলশাপুর গ্রামের মৃত হরিয়ান রায়ের স্ত্রী জ্বলেশ্বরী রায় (৬০)। 

এঘটনায় স্থানীয় লোকজন গোদাগাড়ী শহীদ ফিরোজ চত্ত্বরে বাসটিকে আটকিয়ে ভাংচুরের চেষ্টা চালায়।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসটিকে গোদাগাড়ী মডেল থানায় নিয়ে যায় এবং বাস ভাংচুরের সাথে জড়িত তিনজনকে পুলিশ আটক করেছে।

রেলগেট বাইপাস এ ঘটনায় মহাসড়ক অবরোধ করলে যানচলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। সেখানে পুলিশ গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

জানা যায় নিহত নারী  ও তার বিয়াইন বাস যোগো এসে রেলগেট বাইপাসে নেমে প্রেমতলী খেতুর ধামের মহোৎসবে যোগ দিতে যাচ্ছিলেন। রাস্তায় পারাপারের সময় রাজশাহী হতে ছেড়ে আসা বাসটি মহাসড়কে চাপা দিয়ে টেনে হিচড়ে নূরানী কেজি স্কুলের কাছে নিয়ে যায়। 

সড়ক দুর্ঘটনার বিষয়টি গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি নিশ্চিত করেছেন।

নিহত নারীর পরিবারের পক্ষ কোন অভিযোগ না থাকলে আইনগতভাবে পরিবারের নিকট লাশ বুঝিয়ে দেওয়া হবে বলে এসআই নূর ইসলাম জানান।

সর্বাধিক পঠিত