ফেনীতে জিহাদী বইসহ আটক ৪
ফেনীতে জিহাদী বই বিক্রি ও গোপন বৈঠকের অভিযোগে পিতা-পুত্রসহ চার জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার ফেনী মডেল থানায় মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সূত্রে জানা গেছে, রোববার রাতে কোর্ট মসজিদ সংলগ্ন ‘ইসলামী বই ঘর’ নামে একটি বই দোকান ও তমিজিয়া মসজিদ মার্কেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বেশ কিছু জিহাদী বই উদ্ধার করে দোকানে তালা লাগিয়ে দেয় ডিবি পুলিশ। আটককৃতরা হলেন- ইসলামী বই ঘরের মালিক নুরুল ইসলাম, তার ছেলে সাইফুল ইসলাম, আবদুল হালিম ও নুরুল আবছার।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ নাছির উদ্দিন জানান, নুরুল ইসলাম ও তার ছেলে সাইফুল ইসলাম কোরআন হাদীসের বই বিক্রির আড়ালে দীর্ঘদিন যাবত জিহাদী বই বিক্রি করছিল।