• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

গাজীপুরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১৬:১১
গাজীপুর প্র‌তি‌নি‌ধি
প্রিন্ট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় জিদান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে গাজীপুরের টানকড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিদান ওই এলাকার মো. মুসা মিয়ার ছেলে।

নাওজোর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিনয় কুমার পূর্বপশ্চিমকে জানান, দুপুরে সাইকেলযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যাচ্ছিল জিদান। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক সূচি আক্তার বলেন, দুপুরে জিদানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। লাশ হাসপাতাল মর্গে রয়েছে বলেও জানান তিনি।