• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

১৫ অক্টোবর গোপালপুরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১৬:১০
তপু আহম্মেদ, টাঙ্গাইল
প্রিন্ট
রাস্তা-ঘাট নির্মাণ ও প্রশস্ত করার দাবিতে আগামী ১৫ অক্টোবর রোববার টাঙ্গাইলের গোপালপুওে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পরিবহন শ্রমিক-মালিকসহ ব্যবসায়ী সংগঠন গুলো।
 
রোববার রাতে উপজেলার বিভিন্ন পরিবহন, পেশাজীবি, শ্রমিক ও ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতি গোপালপুর শাখা কার্যালয়ে এক জরুরী সভায় এ সিন্ধান্ত নেয়া হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল কিবরিয়া দুলাল, বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরি সভাপতি রফিকুল হক, সভাপতি রহমাতুল কিবরিয়া বেলাল, সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন সাহা, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন ও হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র কুন্ডু প্রমূখ।
 
এ সময় তাঁরা পিংনা থেকে পোড়াবাড়ী ও মধুপুর থেকে বঙ্গবন্ধু সেতু ভায়া গোপালপুরের ২৫ কি.মি. রাস্তা মেরামত ও প্রশস্ত করার দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল বাস্তবায়নের জন্য বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রহমাতুল কিবরিয়া বেলালকে আহবায়ক করে একটি কমিটি গঠন করেন।
 
গোপালপুর বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রহমাতুল কিবরিয়া বেলাল জানান, আগামী ১৫ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল পালন করতে আমরা সকল কার্যক্রম শুরু করে দিয়েছি। ইতিমধ্যে হরতাল পালনের জন্য লিফলেট ছাপার কাজ শেষ পর্যায়ে। মঙ্গলবার থেকেই লিফলেট বিতরন করা হবে।

সর্বাধিক পঠিত