গোদাগাড়ীতে ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ
প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৭, ১৪:৪৮
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট
রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার পদ্মানদীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটক করে গোদাগাড়ী উপজেলা মৎস্য অধিদপ্তর।
সোমবার বেলা ১২টায় উপজেলা ক্যাম্পাসে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ নেওয়াজ উপস্থিত থেকে অবৈধ জাল গুলি পুড়িয়ে ফেলা হয়। উদ্ধার কৃত ইলিশ মাছ গোদাগাড়ী ইয়াতিম খানায় প্রদান করা হয়। আটককৃত জালের বাজার দর প্রায় দুই লক্ষ টাকা বলে জানাযায়।
জাল পুড়ানোর সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামসুল করিমসহ মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।