• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বেশি ভাড়া চাওয়ায় বাসের সুপারভাইজারকে মারধর

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১৪:৪৭
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট

যাত্রীর নিকট হতে বেশি ভাড়া চাওয়ায় মারধরের শিকার হলে বাসের সুপার ভাইজার অনিক (৩০)। এই ঘটনাকে কেন্দ্র করে গোদাগাড়ী শহিদ ফিরোজ চত্ত্বরে রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ মহাসড়কের উপর বাসের ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল করে দেয় বাস শ্রমিকরা। পরে পুলিশ ঘটনা স্থলে এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

জানা যায়, রাজশাহী শহর হতে গোদাগাড়ী উদ্দেশ্যে শিশির পরিবহনে উঠে গোদাগাড়ী ভগবন্তপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দল হান্নান (ছাগইল্যা)। বাসের সুপার ভাইজার ভাড়া চাইতে গেলে যাত্রী হান্নান জিজ্ঞেসা করে কত ভাড়া দিতে হবে। সুপার ভাইজার ৯০ টাকা ভাড়া চাইলে দুই জনের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে অন্যান্য যাত্রীরা থামিয়ে দেয়। 

সেই মুহুর্তে যাত্রী আবদুল হান্নান মোবাইল করে তার আত্মীয় স্বজনদের গোদাগাড়ী ফিরোজ চত্ত্বরে এসে জড়ো হতে বলে। বাস গোদাগাড়ীতে এসে পৌঁছানো মাত্রই সুপার ভাইজারকে ব্যাপক মারধর করতে থাকে। এসময় অনেক লোকজনের সমাগম ঘটে ও ছুটিয়ে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

সর্বাধিক পঠিত