• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ঋণ পরিশোধের ১৬ মাস পর কৃষি ব্যাংকের নোটিশ!

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ০০:২৯ | আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ০০:৩০
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট

গাজীপুরের শ্রীপুরে ঋণ পরিশোধের ১৬ মাস পর গ্রাহকের মালামাল ক্রোকের নোটিশ দিয়েছে কৃষি ব্যাংক। কৃষি ব্যাংকের শ্রীপুর শাখা থেকে গত ৬ অক্টোবর এ নোটিশ পাঠানো হয়।

নোটিশপ্রাপ্ত প্রবাসী মান্নান মোল্লা উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুখানিয়া গ্রামের আফছার উদ্দিনের ছেলে।

তার স্বজনরা জানান, মান্নান ১৯৯৮ সালে রাজাবাড়ী শাখা থেকে পাঁচ হাজার টাকা ঋণ নেন। পরে তিনি সার্টিফিকেট মামলার প্রেক্ষিতে ২০১৫ সালে ঋণ পরিশোধ করেন। এর ১৬ মাস পর মান্নানের নামে মালামাল ক্রোকের নোটিশ দেওয়া হয়। রবিবার বিষয়টি নিয়ে ম্যানেজারের কাছে গেলে তিনি হিসাব বন্ধ করেন।

এ ব্যাপারে কৃষি ব্যাংকের শ্রীপুর শাখার ম্যানেজার সুলতান উদ্দিন বলেন, খসড়া দেখে নোটিশটি পাঠানো হয়েছিল। সমাধান করা হয়েছে।

সর্বাধিক পঠিত