• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

গাজীপুরে ডিশ ব্যবসায়ীর সহযোগী খুন

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৭, ২৩:৩১
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট

গাজীপুরে এক ডিশ ব্যবসায়ীর সহযোগীকে খুন করেছে দুর্বৃত্তরা। মহানগরীর তেলিপাড়ার টিএন্ডটি কলোনি এলাকায় শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত আমির হামজা (২৬) বগুড়া সদরের নারুলী পশ্চিম পাড়ার আবদুল খালেকের ছেলে।

তিনি আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মমতাকে নিয়ে টিএন্ডটি কলোনি এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের বড় ভাই আলামিন শেখ ও বোন সাথী আক্তার জানান, হামজা পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন। তিনি রনি সরকারের সাথে ডিশ ব্যবসা করতেন। শনিবার দুপুরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন হামজা। পরদিন দুপুরে মোবাইল ফোনে জানতে পারেন তার লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছে। পরে মর্গে গিয়ে তারা লাশ শনাক্ত করেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নার্স সাইফুল ইসলাম জানান, ওই যুবককে গুরুতর আহত অবস্থায় রবিবার রাত তিনটার দিকে শহরের সার্ডি গেইট এলাকা থেকে এক পথচারী হাসপাতালে রেখে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। নিহতের হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান রোববার রাতে জানান, বিকালে লাশের সুরুতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে মর্গে রয়েছে। নিহতের পরিবার এখনো অভিযোগ দেয়নি। পুলিশ হত্যার কারন তদন্ত করে দেখছে।