• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ক্যান্সার আক্রান্ত গরু জবাইয়ের দায়ে ইউপি সদস্যের জেল

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৭, ১৯:৩৯
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট

নওগাঁর ধামইরহাটে ক্যান্সারে আক্রান্ত গরু জবাইয়ের দায়ে কসাই ইউপি সদস্য আতিকুর রহমানকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার এ আদেশ দেওয়া হয়। আতিকুর রহমান উপজেলার দৌলতপুর গ্রামের রবিউলের ছেলে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুল ইসলাম জানান, ধামইরহাট বাজারে রোববার ভোরে কসাই আতিকুর রহমান ক্যান্সারে আক্রান্ত একটি গরু জবাই করে। গরুটির মাংস কাটার সময় কৌশলে আড়ালে গিয়ে মাংসে মরা রক্ত-পুজ বের করা দেখতে পায় স্থানীয় কসাই ও ভোক্তা সাধারণ। পরে উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পারলে থানা পুলিশের সহযোগিতায় কসাই আতিকুরকে মাংসসহ আটক করে।

এ সময় উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া ক্যান্সারে আক্রান্ত গরু জবাইয়ের দায়ে মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কসাই আতিকুর রহমানকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।

সর্বাধিক পঠিত