• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফেনীতে জামায়াত নেতা গ্রেফতার

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৭, ১৮:৫১
ফেনী প্রতিনিধি
প্রিন্ট

ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ছয়ঘরিয়া ওয়ার্ড জামায়াতের সভাপতি জিয়া উদ্দিনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই আনোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ছয়ঘরিয়া ওয়ার্ড জামায়াতের সভাপতি ও হরিপুর কামালিয়া আলিম মাদ্রাসার হিসাব রক্ষক জিয়া উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। 

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ ছালেহ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় দায়েরকৃত একটি মামলায় জিয়া উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।