• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ঠাকুরগাঁওয়ে শিশুর মুখে বিষ দিয়ে মায়ের আত্মহত্যা

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৭, ১৬:২৪
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট

ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলায় কহিনুর (কনিকা) (২২) নামের এক মা তার ৩ বছরের সন্তান মাহি’র মুখে বিষ দেওয়ার পরে নিজ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। রোববার দুপুরে উপজেলার বাচোর ইউনিয়ন সহদোর গ্রামের মানিকের স্ত্রী কহিনুরের লাশ পুলিশ উদ্ধার করে।

পরে এলাকাবাসী কোহিনুরের লাশ ঘরে ঝুলতে দেখে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে আর শিশুটি জীবিত আছে দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। 

কহিনুরের বাবা কবির অভিযোগ করে বলেন, পাড়িবাড়িক কলহের জের ধরেই আমার মেয়ে আত্মহত্যা করেছে। আজ সকালে কহিনুর তার মায়ের সাথে মুঠোফোনে কথা বলেন, সে সময়ে তার মাকে কহিনুর বলেন রাতে তার স¦ামী তাকে মারধর করেছে এবং তার কানে প্রচন্ড ব্যাথা অনুভব করছে তার ও কথা বলতে সমস্যা হচ্ছে বলে ফোনটি রেখে দেন সে। 

রোববার দুপুর সাড়ে ১২ টায় এলাকাবাসী শয়ন কক্ষে তার মরদেহ দড়িতে ঝুলতে দেখে রানীশংকৈল থানা পুলিশকে খবর দেন থানায়। পরে পুলিশের এসআই তাজরুল ও এসআই তালেব ঘটনা স্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেন।  
 
রানীশংকৈল থানাে ওসি আব্দুল মান্নান ঘটনা সতত্যা স্বীকার করে বলেন, ঘটনাটির আসল বিষয় জানার চেষ্টা করছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থ্যা গ্রহণ করা হবে।