• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

গাজীপুরে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ভিডিও ভাইরাল

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০১৭, ২০:৩৩
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে একাধিকবার গণধর্ষণ করে ভিডিও ধারণের পর ইন্টারনেটে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার স্কুলছাত্রলীর মা কালীগঞ্জ থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলেন- স্থানীয় রবি দাসের ছেলে সাগর রবি দাস, সাইজুদ্দিনের ছেলে রাজু, কাসেমের ছেলে শ্যামল ও মন্টু রবি দাসের ছেলে সঞ্জীবন রবি দাস।

মামলায় উল্লেখ করা হয়, গত ১৬ সেপ্টেম্বর স্কুল ছুটির পর বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি ফিরছিল স্কুলছাত্রী। ঘোষপাড়া এলাকায় পৌঁছালে ওই গ্রামের সাগর রবি দাস, রাজু, শ্যামল ও সঞ্জীবন রবি দাস স্কুলছাত্রীকে তুলে জঙ্গলে নিয়ে বিবস্ত্র করে মোবাইলে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে দলবেঁধে ধর্ষণ করে।

এ ঘটনা কারও কাছে প্রকাশ করলে মোবাইলে ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়া ও স্কুলছাত্রীকে মেরে ফেলার হুমকি দেয় তারা। এ কারণে সে সময় বিষয়টি প্রকাশ করেনি স্কুলছাত্রী।

গত ৩ সেপ্টেম্বর পুনরায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে সাগর রবিদাস ও তার সহযোগীরা ধর্ষণ করে। সেই সঙ্গে মোবাইলে ধারণ করে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপ-পরিদশর্দক মো. আব্দুল হালিম জানান, মামলায় অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সর্বাধিক পঠিত