• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রোহিঙ্গা সন্দেহে গাজীপুরে নারী ও শিশু আটক

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০১৭, ২০:০৪
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট

গাজীপুরের কালিয়াকৈরে রোহিঙ্গা সন্দেহে এক নারী ও শিশুকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ভান্নারা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- বিথী কুমারী (৩৫) ও তার ছেলে আব্দুল্লাহ (৬)।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আজিবুর রহমান জানান, দুপুরে ওই নারী ও শিশু কালিয়াকৈরের ভান্নার পশ্চিমপাড়া এলাকার পুকুরপাড়ে অবস্থান নিয়ে খাবার খাচ্ছিল। অজ্ঞাত পরিচয়ের নারী-শিশুকে দেখে রোহিঙ্গা বলে সন্দেহ হলে স্থানীয়রা ফাঁড়িতে খবর দেয়। পরে দুপুর ২টার দিকে তাদের আটক করে থানায় আনা হয়।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ছেলেটির নাম আব্দুল্লাহ এবং তার বাড়ি মিয়ানমার বলে জানিয়েছে। মিয়ানমারের নামটি সে ভালভাবেই উচ্চারণ করছে। তবে আটককৃত নারী তেমন কথা বলছে না।

তিনি বলেন, প্রায়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রোববার সমাজসেবা অধিদফতরের মাধ্যমে জেলা প্রশাসকের নিকট তাদের হস্তান্তর করা হবে।

সর্বাধিক পঠিত