শেয়াল মারার ফাঁদে আটকে পোল্ট্রি মালিকের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে। যাদের একজন মারা গেছে শেয়ালের জন্য পাতা ফাঁদে আটকে। শনিবার ভোরে ও শুক্রবার বিকালে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোসিংগা ইউনিয়নের বাউনী গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫০) এবং গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামের চাঁন মিয়ার ছেলে কাওসার (৩৫)।
শ্রীপুর থানার এসআই নাজমুল আলম পূর্বপশ্চিমকে জানান, শিয়ালের উৎপাতের কারণে আব্দুস সালাম রাতে তার পোল্ট্রি ফার্মের চারপাশে আটকনো ধাতব তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখেন। শনিবার ভোরে বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই অসাবধানতাবশত ফার্মে পর্দা নামাতে গিয়ে ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সালাম এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে একই থানার এসআই এখলাছ উদ্দিন ফরাজী পূর্বপশ্চিমকে জানান, শুক্রবার বিকালে নিজ মাওনা এলাকায় বিদ্যুৎ চমকাতে থাকলে কাওসার টেলিভশিনের ডিস এন্টেনার জ্যাক ও প্ল্যাগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান পূর্বপশ্চিমকে জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ দুইটি ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।