ইয়াবাসহ গ্রেপ্তার দুই রোহিঙ্গা
চট্টগ্রাম নগরীর স্টেশন রোড থেকে তিন হাজার ইয়াবাসহ মিয়ানমার থেকে পালিয়ে আসা দুই ভাইকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার আবুল কাশেম (২৩) ও মো. রাজা মিয়া রাখাইনে সাম্প্রতিক দমন-পীড়ন শুরুর পর এক মাস আগে পালিয়ে বাংলাদেশে আসেন।
শনিবার সকালে কোতয়ালি থানাধীন স্টেশন রোডে উজালা হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক জিল্লুর রহমান।
তিনি বলেন, একমাস আগে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে টেকনাফের মোহসনি রোহিঙ্গা ক্যাম্প আশ্রয় নিয়েছিল তারা। ইয়াবা বিক্রির জন্যই তারা চট্টগ্রামে আসে বলে জানান জিল্লুর।
এ ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা করা হবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা। দীর্ঘদিন ধরে চার লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করে আসা বাংলাদেশে নতুন করে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নেয়। আগে থেকে থাকা রোহিঙ্গাদের একটি বড় অংশ ইয়াবা পাচার ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে। ইয়াবা পাচারসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন সময় অনেক রোহিঙ্গাকে গ্রেফতারো করেছে আইনশৃঙ্খলা বাহিনী।