এমপির স্ত্রীর সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবকলীগের দোয়া
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নুর জাহান বেগম নাসরিনের সুস্থতা কামনায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে সোনাগাজী উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলা মতিগঞ্জ ইউনিয়নের কুদ্দুস মিয়ার বাজার জামে মসজিদ, চর-মজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট জামে মসজিদ,বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার জামে মসজিদ,পাইকপাড়া জামে মসজিদ, মঙ্গলকান্দি ইউনিয়নের ডাক-বাংলা জামে মসজিদ, চরদরবেশ ইউনিয়নের কেরামতিয়া বাজার জামে মসজিদ,চর-চান্দিয়া ইউনিয়নের কুইচ্চা ঘোনা জামে মসজিদ, সোনাগাজী সদর ইউনিয়নের চর-খোয়াজ জামে মসজিদ,আমিরাবাদ ইউনিয়নের মানুমিয়ার বাজার জামে মসজিদ, নবাবপুর ইউনিয়নের নবাবপুর কেন্দ্রীয় জামে মসজিদে একযোগে জুমা'র নামাজের পর এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মো.ফারুক হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।