• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

দোহারে পদ্মায় ডুবে কলেজছাত্র নিখোঁজ

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ২০:০২
নবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট

ঢাকার দোহার উপজেলার মিনি কক্সবাজার খ্যাত মৈনটঘাট সংলগ্ন এলাকার পদ্মা নদীতে গোসল করতে নেমে মাহফুজুর রহমান রাকিব (১৯) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ মাহফুজ ধানমন্ডির শংকর এলাকার চেয়ারম্যান গলির মৃত মো. মাহবুবুর রহমানের ছেলে। সে মিরপুর বাংলা কলেজ থেকে এবছর এইচএসসি পাস করেছে বলে জানা যায়।

একই সাথে বেড়াতে আসা মাজেদা নেটওয়ার্ক লিমিটেডের প্রকৌশলী মোতালেব হোসেন জানান, শুক্রবার দুপুরে তাদের ১৩জনের একটি দল মৈনটঘাটে বেড়াতে আসেন। এসময় তারা কয়েকভাগে বিভক্ত হয়ে পড়ে। বিকাল ৩টার দিকে মাহফুজসহ কয়েকজন পদ্মা নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে সে তলিয়ে যায়। সবাই উদ্ধারের চেষ্টা ব্যর্থ হলে স্থানীয় প্রশাসনকে জানানো হয়।

দোহার থানার কুতুবপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ ফরহাদ আলম জানান, দুর্ঘটনার পর পরই দোহার ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঢাকা থেকে রওনা হয়েছেন।

সর্বাধিক পঠিত