লালমনিরহাটে ৩৬৮পিছ ইয়াবাসহ আটক দুই
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ৩৬৮পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে হাতীবান্ধা উপজেলার বড়খাতা রমনীগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, নূর হাই(৩৮) রমনীগঞ্জ এলাকার আব্দুস সোবাহানের পুত্র ও শামীম হোসেন(২২) একই এলাকার মৃত তসির উদ্দিনের পুত্র।
এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) নূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার বড়খাতা রমনীগঞ্জ এলাকায় ৩৬৮পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের নামে হাতীবান্ধা থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। সেই মামলায় শুক্রবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।