• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

দিনাজপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ১৮:৩১
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট

দিনাজপুর চিরিরবন্দরে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী লোকমান হাকীম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কারেন্ট বাজার মোড়ে এই সড়ক দূর্ঘটনা ঘটে।

নিহত পথচারী লোকমান হাকিম উপজেলার সন্তোষপাড়া গ্রামের নাঠুয়া মন্ডলের ছেলে ।

চিরিরবন্দর থানার এসআই আজাহার আলী জানায় মোটরসাইকেল আরোহী চিরিরবন্দর হতে দিনাজপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পথচারী লোকমান হাকিমের সাথে মুখোমুখি ধাক্কা দিলে পথচারী পাকা রাস্তায় পড়ে যায়। 

এতে পথচারী গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকলে স্থানীয় লোকজন দৌড়ে এসে আহত পথচারীকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক আহত পথচারীর অবস্থা বেগতিক দেখে তাৎক্ষণিক দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় লোকমান হাকীম রাত সাড়ে ১২ টার দিকে মারা যায়।

চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম সড়ক দূর্ঘটনায় নিহতের সংবাদ নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।