• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কুড়িগ্রামে ১৭ মামলার আসামি আজিজুল গ্রেফতার

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ১৬:২৯
সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম
প্রিন্ট

কুড়িগ্রামে হত্যা, চাঁদাবাজি, মাদকসহ ১৭ মামলার আসামি দুধর্ষ সন্ত্রাসী আজিজুলকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার সন্ত্রাসী আজিজুলের নামে নতুন করে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে।

সন্ত্রাসী আজিজুল শহরের হিঙ্গনরায় চৌধুরীপাড়া গ্রামের মুত ইসমাইল হোসেনের পুত্র।

বৃহস্পতিবার বিকেলে শহরের দাদা মোড় এলাকায় ঢাকাগামী দুরপাল্লার চেয়ার কোচ এসএন পরিবহনের কাউন্টারের সামনে থেকে তাকে ধারালো অস্ত্র ও হিরোইনসহ গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, সন্ত্রাসী আজিজুল ঢাকাগামী দুরপাল্লার গাড়ির বিভিন্ন কাউন্টারে ধারালো অস্ত্র নিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে এসএন, নাবিল, হানিফ ও খাজা পরিবহনের কাউন্টারে ভাঙচুর চালায়। পরে পুলিশ খবর পেয়ে সন্ত্রাসী আজিজুলকে গ্রেফতার করে পুলিশ বাদী হয়ে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে দুইটি মামলা দায়ের করে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান জানান, শুক্রবার সন্ত্রাসী আজিজুলের নামে নতুন করে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে আরো দুইটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে সদর থানায় হত্যা, চাঁদাবাজিসহ তার নামে মোট ১৭টি মামলা রয়েছে।

সর্বাধিক পঠিত