শিবচরে ১৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
রাতভর পদ্মা নদীর মাদারীপুরের শিবচর অংশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১৪ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ করা হয় ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে জেলার শিবচর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ এর নেতৃত্বে পদ্মা নদীর শিবচর অংশের ১২ কিলোমিটার এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ১৪ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
সময় প্রায় ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও ৯০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো কাঁঠালবাড়ি ঘাট ও পদ্মার চরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সকালে জব্দকৃত মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় দান করা হয়।
অভিযানে শিবচর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এনামুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
এসএম