• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বনানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ১৪:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম সাগর, বয়স ৪৮ বছর। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বনানী থানার উপ পরিদর্শক (এসআই) শাহীন মিয়া জানান, বনানী রেলওয়ে স্টেশনের সামনের সড়কে কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়। রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে।

এছাড়া স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, শুধু নিহতের নাম সাগর বলে জানা গেছে। তিনি ওই এলাকায় ভাসমান অবস্থায় থাকতেন। তিনি টোকাইর কাজ করতেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বাধিক পঠিত