• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ১৪:০৭
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় শাহিনা আকতার তুলি (২৩) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর টেকনগপাড়া এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত নারী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ সোনাখালি গ্রামের শাহ মো. আবু সালেহ রনির স্ত্রী। তিনি নগপাড়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় রিদিশা গার্মেন্টসে অপারেটর হিসেবে কাজ করতেন।
 
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আব্দুল হাই জানান, মহাসড়কের পাশ দিয়ে হেঁটে কাজে যাচ্ছিলেন শাহিনা। কারখানার কাছাকাছি পৌঁছালে সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
এঘটনার প্রতিবাদে নিহতের সহকর্মীরা মহাসড়কে নেমে বিক্ষোভ এবং মহাসড়কটি অবরুদ্ধ করে রাখেন। এতে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
 
খবর পেয়ে দুর্ঘটনার ২০ মিনিটি পর পুলিশ বিক্ষোব্ধ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৮টার দিকে যান চলাচল শুরু হয়। আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বাধিক পঠিত