• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফেনীতে চলচ্চিত্র উৎসব শুরু শুক্রবার

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৯:৪৮
ফেনী প্রতিনিধি
প্রিন্ট

ফেনীতে শুরু হচ্ছে ১৬দিনব্যাপি চলচ্চিত্র উৎসব। জেলা শিল্পকলা একাডেমি ও ফিল্ম সোসাইটির ব্যবস্থাপনায় শুক্রবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে উৎসবের উদ্বোধন হবে বলে জানিয়েছেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার এসএমটি কামরান হাসান।

৬ অক্টোবর থেকে এ উৎসব ২১ অক্টোবর পর্যন্ত চলবে। উৎসবে ৪২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এছাড়া শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চলচ্চিত্র দেখে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জেনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার লক্ষে জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের উদ্যোগে প্রতিদিন ২টি স্কুলের শিক্ষার্থীরা উৎসব চলাকালীন মুক্তিযুদ্ধের চলচ্চিত্র উপভোগ করবে।

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার এসএমটি কামরান হাসান আরো জানান, ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ এ প্রতিপাদ্য বিষয়’কে সামনে রেখে এই উৎসব আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সর্বাধিক পঠিত