• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রোহিঙ্গা ইস্যুতে ইসলামী আন্দোলনের ৭ দফা প্রস্তাবনা

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৭:০৫
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট

রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করার পাশাপাশি মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। কক্সবাজার প্রেসক্লাবে বৃহস্পতিবার সকালে এক প্রেসব্রিফিং দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ সরকারের প্রতি এই দাবি জানান।

এসময় দলের পক্ষ থেকে সরকারের প্রতি ৭টি প্রস্তাবনা তুলে ধরেন। এসব প্রস্তাবনার মধ্যে রয়েছে রোহিঙ্গাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা, নিবন্ধন কার্যক্রম গতিশীল করা, ধর্মীয় ও সচেতনতামূলক শিক্ষা এবং স্থানীয়দের দুর্ভোগ লাঘবে ব্যবস্থা গ্রহণ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই নানা আন্দোলন, সংগ্রামের পাশাপাশি ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে পাশে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের পক্ষ থেকে ত্রাণ কমিটি গঠনের মাধ্যমে সারাদেশ থেকে অনুদান সংগ্রহ করে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে দলটি।

প্রেস ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, ঢাকা দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সেক্রেটারী মাওলানা শোয়াইব আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত