• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফেনীতে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৬:৫৪
ফেনী প্রতিনিধি
প্রিন্ট

ফেনীর দাগনভূঞার আমানুল্লাহপুর গ্রামে বুধবার রাতে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ী ইমাম উদ্দিন (৪৫) আত্মহত্যা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওইরাতে দাগনভূঞা পৌর শহরের আমানুল্লাহপুর গ্রামের মনু হাজী বাড়ির মৃত মকবুল আহমদের ছেলে স্থানীয় ব্যবসায়ী ইমাম উদ্দিন সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন। ভোরে পরিবারের লোকজন তাকে ঝুলে থাকতে দেখে চিৎকার করলে বাড়ির লোকজন থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তিন সন্তানের জনক এই ব্যবসায়ীর অপমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজন জাহাঙ্গীর হোসেন জানান, তিনি দীর্ঘদিন মানসিক রোগী ছিলেন। তার চিকিৎসা চলছিল। ওইরাতে পরিবারের সকলের অগোচরে ইমাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ গলায় ফাঁস দিয়ে এক মানসিক রোগীর আত্মহত্যার তথ্য নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।