• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আগামী দু’মাসের মধ্যে চিলমারী বন্দরের কাজ শুরু হবে

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৫:৫৬
সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম
প্রিন্ট

আগামী ২ মাসের মধ্যে চিলমারী নৌ-বন্দরের কাজ শুরু হবে বলে জানিয়েছে কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ, কে, এম মাঈদুল ইসলাম মুকুল। 

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের চিলমারী নৌ-বন্দর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গাইবান্ধার পাঁচপীর বাজারের সাথে চিলমারী উপজেলা সদরের যোগাযোগের জন্য তিস্তা নদীর উপর নির্মাণ প্রকল্পের আওতায় চিলমারী হতে সেতু পর্যন্ত সংযোগ সড়কের মাটির কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। যা আগামী ২০ নভেম্বর দরপত্র খোলার তারিখ রয়েছে। এছাড়া রৌমারী থেকে রাজিবপুর পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ভাঙ্গণ রোধের জন্য ব্লক ফেলে ব্রহ্মপুত্র নদের বাম তীর রক্ষা প্রকল্প হাতে নিতে হবে।

এর আগে এমপি মাঈদুল ইসলাম মুকুল অসুস্থ চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রমের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং তার চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নেন। পরে তিনি চিলমারী বিআইডব্লিউটিএ অফিস পরিদর্শন করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম, উলিপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম দারা, চিলমারী উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশীদ, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. ইদ্রিস আলী বিদ্যুৎ, মোখলেছুর রহমান, মোহাম্মদ আলী, রুকুনুজ্জামান শাহীন, আব্দুল খালেক সুরুজ ও রোকনুজ্জামান স্বপন প্রমুখ।
এসএম