• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শিশু অপহরণ-সংঘবদ্ধ পাচারকারী চক্রের মূল হোতা গ্রেফতার

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৫:২১
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট

ঢাকা-নারায়ণগঞ্জে শিশু অপহরণ ও সংঘবদ্ধ পাচারকারী  চক্রের মূল হোতা সাহাবুদ্দিন ওরফে সেলিম ওরফে সাহেদকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বুধবার রাতে রাজধানীর গুলিস্তান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র‌্যাব তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলকায় র‌্যাব-১১ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ান অধিনায়ক (সিও) লে. কর্নেল কামরুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, শিশু অপহরণকারী এ সংঘবদ্ধ চক্রটি গত এক বছরে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ১৭টি শিশুকে অপহরণ করেছে। এর মধ্যে অপহৃত ৯ জন শিশুকে মুক্তিপণের বিনিময়ে তাদের পরিবারের কাছে ফেরত দিলেও ২টি শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন চেতনানাশক ঔষধ প্রয়োগোর মাধ্যমে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে লাশ ফেলে দিয়েছে। অপর ৫ জনকে মধ্যপ্রাচ্যে পাচার করেছে বলে গ্রেফতারকৃত সাহাবুদ্দিন র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। 

র‌্যাবের সিও জানান, ইতিপূর্বে শিশু পাচারকারী এই চক্রের ৬ জনকে র‌্যাব গ্রেফতার করলে তাদের স্বীকারোক্তিতে সাহাবুদ্দিনের নাম বেরিয়ে আসে। তার বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

গ্রেফতারকৃত সাহাবুদ্দিনের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। তার বিরুদ্ধে শিশু পাচার ছাড়াও অস্ত্র, ডাকাতি এবং ছিনতাইয়ের অভিযোগে কমপক্ষে আরো তিনটি মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে। 

এসএম

সর্বাধিক পঠিত