• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

‘আমার ভাই শিবিরের নেতা সে আমার চেয়েও বেশি ভয়ঙ্কর’

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৩:০৪
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট

আপনি ভালো হয়ে যান, না হলে মরবেন। আওয়ামী লীগের যে কোনো সমাবেশে বোমা মারবো। আমার ভাই শিবিরের নেতা সে আমার চেয়েও বেশি ভয়ঙ্কর। আমার দশটা সিম আছে। পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতারকে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠিতে এমনটাই লিখেছেন খতিবুর রহমান নামের এক ব্যক্তি। এ ঘটনায় মঙ্গলবার রাতে আকতারুজ্জামান আকতার পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ডায়েরি সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামানের নামে একটি চিঠি আসে। চিঠির প্রেরকের নাম খতিবুর রহমান। ঠিকানা দেয়া আছে ময়মনসিংহের ভালুকা। তবে চিঠিতে নিজেকে আওয়ামী লীগ পরিচয়ধারী ভয়ঙ্কর জঙ্গি পরিচয় দিয়ে তার স্থায়ী ঠিকানা পঞ্চগড় জেলা শহরের ব্যারিস্টার বাজারের নিকটে বলা হয়েছে। সেইসঙ্গে নিজেকে পেশায় একজন অটোরিকশা চালক বলেও পরিচয় দিয়েছেন। ০১৭২৩২৭৫৯৫৫ ও ০১৯১৮০০০৫৭০ মোবাইল নম্বর দুটি উল্লেখ করা হয়েছে চিঠিতে।

চিঠিতে ছাত্রলীগ সভাপতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আপনি ভালো হয়ে যান না হলে মরবেন। আওয়ামী লীগের যে কোনো সমাবেশে বোমা মারবো। আমার ভাই শিবিরের নেতা। সে আমার চেয়ে বেশি ভয়ঙ্কর। আমার দশটা সিম রয়েছে। এছাড়া চিঠিতে জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতারকে বেশি বাড়াবাড়ি করলে তাকেসহ পরিবারের সবাইকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়েছে।

পঞ্চগড় সদর থানার ওসি রবিউল হাসান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে আকতারুজ্জামান আকতার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’