• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১০:২৪
সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কেদার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর উপজেলার বলদিয়া ইউনিয়নের মংলারকুটি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। বুধবার বিকেল ৫টার দিকে মংলারকুটি খুটামারা সীমান্তের ১০১৩ মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, ওই সীমান্তে গরু আনতে যান ব্যবসায়ী জাহাঙ্গীর। এসময় ভারতের আসাম খুটামারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়লে বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জাহাঙ্গীর। জাহাঙ্গীরের বাম হাত ও পাজরে গুলিবিদ্ধ হয়।

তার সঙ্গে থাকা অন্য ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম-৪৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল আউয়াল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বপশ্চিমকে জানান, পরিস্থিতি জানতে তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন। সীমান্তে টহল জোড়দার করা হয়েছে।

সর্বাধিক পঠিত