• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সুপারি পাড়তে গিয়ে শিশুর মৃত্যু

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৭, ২১:২৮
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মৌলভীগাও গ্রামে আধা-ভাঙা গাছে উঠে সুপারি পাড়ার সময় গাছ ভেঙে বাড়ির ছাদে পড়ে আশরাফুল ইসলাম রনি (৯) নামের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 
বুধবার বিকাল ২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত রনি একই গ্রামের মৃত জলিল মিয়া ও রুবি বেগমের সন্তান।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মমদুদ আহমদের বাড়ির লোকজনের অনুরোধে রনি আধা-ভাঙা ওই গাছে উঠে সুপারি পাড়তে রাজি হয়। গাছে উঠে সুপারি পাড়ার এক পর্যায়ে গাছটি ভেঙে যায়। এতে সে গাছ থেকে ছিটকে চেয়ারম্যানের বাড়ির ছাদে পড়ে। সেখান থেকে মাটিতে লুটিয়ে পড়ে। 
 
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা সিলেট ওসমানী হাসপাতালে পাঠান। সিলেটে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। 
 
মৃত রনির খালাতো ভাই আমিনুল ইসলাম রনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সে সুপারি পাড়তে গিয়েছিল। এক পর্যায়ে গাছ ভেঙে বাড়ির ছাদে পড়ে যায়। সিলেটে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করে।
 
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. মমদুদ হোসেন বলেন, ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক। তাৎক্ষনিক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরও তাকে বাঁচানো গেলো না।

সর্বাধিক পঠিত