• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ভারতে কারাভোগ শেষে বাংলাদেশি যুবককে হস্তান্তর

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৭, ১৭:০৪
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট

ভারতে প্রায় দু’বছর কারাভোগ শেষে বাংলাদেশি যুবক পাভেল (৩০) কে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার বেলা সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের শুন্য রেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাকে যৌথভাবে বিজিবি ও পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ ও ভারতীয় পুলিশ। 

২০১৫ সালের ২৬ অক্টোবর কাজের সন্ধানে হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যায় পাভেল। এরপর পুলিশের হাতে ধরা পড়ে। অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ঠাঁই হয় তার কারাগারে। প্রথমে মালদা পরে বহরমপুর কারাগারে। 

পাভেল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার দয়হাটা-মজিদপুর গ্রামের শাজাহান মিয়ার ছেলে।

এ সময় উপস্থিত ছিলেন- বিজিবির নীমতলা ক্যাম্পের নায়েব সুবেদার মোখলেসুর রহমান, দর্শনা চেকপোস্টের হাবিলদার ইকবাল হোসেন, ইমিগ্রেশন অফিসার এসআই মাহবুব, বিএসএফ’র গেঁদে কোম্পানি কমান্ডার অজয় কুমার, ইমিগ্রেশন অফিসার পার্থ, কৃষ্ণনগর থানার ইন্সপেক্টর স্বপন সাহা।