• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফেনীতে ২ জামায়াত নেতা গ্রেফতার

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৭, ১৭:০৩
ফেনী প্রতিনিধি
প্রিন্ট

ফেনীর সোনাগাজী পৌর জামায়াতের সেক্রেটারী আবদুল মান্নান (৫০) ও আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুল জলিলকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালায় পুলিশের একটি চৌকস দল। এসময় একাধিক মামলার আসামি সোনাগাজী পৌর জামায়াতের সেক্রেটারী আবদুল মান্নান ও আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবদুল মান্নান উত্তর চরচান্দিয়া গ্রামের হাজী মফিজুর রহমানের ছেলে ও আবদুল জলিল চরকৃষ্ণজয় গ্রামের মাওলানা জাকির হোসেনের ছেলে। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাঁধাসহ একাধিক নাশকতা মামলা রয়েছে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর দুই জামায়াত নেতা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বাধিক পঠিত