মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনার বারহাট্টায় ২৫ পিস ইয়াবা সহ মো. সোহেল রানা ওরফে চন্ডি (৩২) নামের মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার সকালে বারহাট্টা গোপালপুর বাজার থেকে তাকে আটক করে পুলিশ।
সোহেল রানা উপজেলা সদরের গোপালপুর বাজারের মৃত চন্দু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আটককৃত মো. সোহেল রানা ওরফে চন্ডি দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ মাদক দ্রব্যের ব্যবসা করে আসছিল। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা গোপালপুর বাজারে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ থাকে আটক করে।
বারহাট্টা থানার ওসি মেজবাহ উদ্দিন আহম্মদ জানান, আটককৃত মো. সোহেল রানা চন্ডিকে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।
এসএম