দিনাজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
দিনাজপুর সদরে ৪ শত ৮২ পিস ইয়াবাসহ রাজু মিয়া (৪৯) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব -১৩। বুধবার দুপুরে শহরের উপকন্ঠ শেখপুরা ৮ নম্বর রেলঘুণ্টি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করে।
র্যাব- ১৩ এর দিনাজপুর ক্যাম্পের উপ পরিচালক অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ৪৮২ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটক মাদক ব্যবসায়ী রাজু মিয়া দীর্ঘদিন থেকে মাদক বিক্রির সঙ্গে জড়িত। স্থানীয় থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও মারামারির ১১ টি মামলা রয়েছে ।
মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দিনাজপুর কোতয়ালী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন ।