• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

গোদাগাড়ী পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৭, ১৫:০৮
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
প্রিন্ট

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পৌরসভার ৯ নং ওয়ার্ডের  সুলতানগঞ্জ মোড় হতে জাহানাবাদ গোরস্থান রাস্তার বাড়ি ও বাড়ি সংলগ্ন দোকান-ঘর উচ্ছেদ করা হয়েছে।  

বুধবার বেলা ১১টা হতে দুপুর পর্যন্ত গোদাগাড়ী পৌর প্রশাসন গোদাগাড়ী মডেল থানার সহযোগিতায় এই উচ্ছেন অভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন- গোদাগাড়ী পৌরসভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম, সচিব সারওয়ার জাহান, গোদাগাড়ী মডেল থানার উপ-পরিদর্শন (এসআই) সিহাবুল হক,  স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. ওবাইদুল্লাহ, কার্যসহকারী মাসুমসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। 

প্রসঙ্গত, সুলতানগঞ্জ হতে জাহানাবাদ গোরস্থান রাস্তার পাশ দিয়ে ১ কোটি টাকা ব্যায়ে ড্রেনের নির্মাণ কাজ শুরু হয়। ড্রেন নির্মাণ কাজে দীর্ঘদিন হতে অবৈধ স্থাপনাগুলো থাকলে ড্রেন নির্মাণ করা যাবে না। এই মর্মে গোদাগাড়ী পৌর প্রশাসন নিজ নিজ বাড়ি-ঘরগুলো নেটিশ ও মৌখিকভাবে বলে আসছিল কিন্ত বসবাসরত লোকজন তা কর্ণপাত না করলে বুধবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে। 

স্থানীয় জনগণ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পৌর মেয়র মনিরুল ইসলাম বাবুকে সাধুবাদ জানিয়েছেন। 

পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু বলেন, পৌরবাসীর উন্নয়ন স্বার্থে যা যা করা প্রয়োজন তা করব। পৌর এলকার অন্যান্য অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
এসএম

সর্বাধিক পঠিত