• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নওগাঁয় সুজনের মানববন্ধন

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৭, ১৪:৫১
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট

নওগাঁয়  মহাদেবপুর উপজেলার পাঠাকাটা বাজারে সরকারি কবরস্থানে অবৈধভাবে মার্কেট নির্মাণের প্রতিবাদে সুজনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

বুধবার সকাল ১১টা হতে ঘণ্টাব্যাপী সুজন-সুশাসনের জন্য নাগরিক মহাদেবপুর ও নওগাঁ জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

নওগাঁ শহরের কোট চত্বর ডিসি অফিসের সামনে সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল এর নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সুজন নওগাঁ জেলা কমিটির উপদেষ্টা আফাজ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুস আলী, অর্থ সম্পাদক শামীম হোসেন, মহাদেবপুর উপজেলা কমিটির আহবায়ক আমজাদ হোসেন মাষ্টার, সদস্য সাংবাদিক আক্কাস আলী, সামসুদ্দিন, সুজন পৌর কমিটির যুগ্ম-আহবায়ক আকরাম হোসেন প্রমুখ। 

বক্তারা বলেন, নাসির সহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিরা পেশি শক্তি দ্বারা পাঠাকাটা বাজারে সরকারি কবর স্থানে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে রাতারাতি মার্কেট নিমান কাজ অব্যাহত রাখে। এতে করে এলাকায় সাধারণ জনগণের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। প্রশাসনের নিকট দ্রুত সামাধানের দাবি জানানো হয়।

সর্বাধিক পঠিত