চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ২
কুড়িগ্রামে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। বুধবার ভোররাতে তাদের করা হয়। আটকের পর সকালে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মোটরসাইকেল চোরের তথ্য অনুযায়ী, গাইবান্ধা জেলার জামালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের প্রধান সাদুল্লাপুর উপজেলার ছোট দাউদপুর গ্রামের ইন্তাজ আলী পুত্র রমজান আলী (৪০) ও তার সহযোগী একই উপজেলার পাতিকুড়া দাড়িয়া গ্রামের মৃত আছর উদ্দিনের পুত্র আবু জাফর (৪৫) কে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জামালপুর ইউনিয়ন পরিষদ মোড় থেকে দুজনকে আটক করা হয়েছে।
রৌমারী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, চোরাই মোটরসাইকেলের মালিক শরিফুল ইসলাম। গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার সময় রৌমারী ইসলামী ব্যাংক লিমিটেড রৌমারী শাখার সামনে থেকে বাজাজ সিটি ১০০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। চুরি হওয়া মোটরসাইকেল সংক্রান্তে রৌমারী থানায় মামলা করা হয়।
রৌমারী থানার এ এসআই জামাল জানান, জামালপুর ইউনিয়ন পরিষদের সামনে মোড় থেকে তার গাড়ি চিনতে পেরে আমরা পিছু নেই। ইউনিয়ন পরিষদ এলাকায় আরোহীকে পথরোধ করে। ওই সময় দুস্কৃতিকারী গাড়ি রেখে পালানোর চেষ্ঠা করলে তাকে আটক করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি ও চোরকে উদ্ধার করে রৌমারী থানায় নিয়ে আসা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার জামালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এস আই ফারুক হোসেন ও এ এসআই জামালসহ চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করে। পরে মোটরসাইকেল চোর চক্রের দুই জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এসএম