• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফুলবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৭, ১৪:৪০
সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম
প্রিন্ট

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আট আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে গ্রেফকৃতদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সি আর-২১/১১ নম্বর মামলার এক মাসের সাজাপ্রাপ্ত উপজেলার অনন্তপুর গ্রামের কাশেম আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫) এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত একই গ্রামের হাসেন আলীর ছেলে শাহ আলী (৩৫), আব্দুল মজিদের ছেলে মিঠুন (২৫) সাদের আলীর ছেলে শাহিনুর (৩০), মামুন মিয়ার ছেলে হাফিজুর (৩২), কাশেম আলীর ছেলে আব্দুল মজিদ (৫০) এবং নগরাজ পুর গ্রামের আবীর আলীর ছেলে আকবর আলী (৪০) ও একই গ্রামের আসাদুল হকের ছেলে আ. আউয়াল (৪০)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এসএম

সর্বাধিক পঠিত